Thursday, July 10, 2014

A Moner Vetor-এ মনের ভেতর


এ মনের ভেতর তোমার নিরব বসবাস
আমি সইতে পারি না।
আমি দিনে দিনে ভূত হয়ে যাই
অ-নড় প্রেতত্মার দখলে-
মরার আগে ঠিক তোমার মত।

যে ভালবাসা তোমায় চিনে নিয়েছে-
সেই বিহগের মতো ডানা ঝাপটায়,
চোখ বন্ধ করে ঢেউ গোনে
পাতাবারী গাছটা, নিশির ছায়াতলে;
তার কপালে কি সিঁদুর উঠবে না?
কোথাও কোনো রাস্তা নেই-
আছে ভালবাসা আছে আদর জড়ানো
মান-অভিমান।
তবুও ভয় হয় ওপারের ভাঙন দেখে।

আমি এবার ঘুমোবো
তোমার কোলে মাথা রেখে,
তুমি প্রস্তুত হও কেরসিনের লণ্ঠন হাতে নিয়ে;
দুয়ারে কড়া নড়ল বলে!
কয়েক মুহূর্ত পর আমি আসবো
প্রশান্তির নীড় রচনায় তোমার বুকে,
একবার তাকিয়ে দেখ জানালার পর্দা সরিয়ে।
বিশ্বাস হয়ে ওঠে না?
ভাবনার সন্দেহে!
ভুল বুঝলে তো! সমাধান হল না
তোমার আমার ব্যাবধানের।

সেই আচেনা পরশের সজীবতা
কে দিয়েছিল একদিন?
আমি দিয়েছিলাম তোমাকে
আমার মনের ভেতর থেকে,
তা ভুলে যেও না কখনো এ-জীবনে।




Tuesday, July 8, 2014

Khoniker Dristi-ক্ষণিকের দৃষ্টি


অনেক কথা ছিল তোমাকে বলার,
বলা হল না ক্ষণিকের দৃষ্টিতে।
আরো কতনা মুহুর্ত কেটে যাবে
তোমার দৃষ্টির পাতা ফেলতে ফেলতে।

এখনো তোমার পরিচয় হয়নি জানা;
তোমার নির্মল প্রেমের বার্তায় আমার
পুস্প দিলাম শিশির-স্নাত শৈশবে,
তুমি স্মরণ করে রেখো তোমার স্মৃতির আদরে।
আমার অনেক চাওয়া
তোমার অনেক পাওয়ার মাঝে বিলিন করেছে,
সৈকতের বালুকাতে
একটু দেখা হওয়াতে
চেয়েছে হৃদয় কাছে পেতে।

অনেক ভালবাসা ছিল হৃদয়ে
তোমার ক্ষাণিক আসাতে,
যেখানে কোন খাদ নেই-
তোমাকে চাওয়াতে।
আমি দেখে যেতে চাই সারাক্ষণ
তোমার প্রেমো-পুরীর সকল মায়াতান
আরো একবার সৈকতের ছোঁয়াতে
তোমার বক্ষ মাঝারের কোমল হাওয়াতে।



Thursday, July 3, 2014

Pawar Asa-পাওয়ার আশা


এ এমন এক ভালবাসা
যায় না কাছে আসা,
পায়না কূলের দিশা
দিকে দিকে তাই বিদিশা
বাঁধে বুকে নিরাশা;
ছেড়ে দিয়েও অনেকে-
করে পাওয়ার আশা,
এ এমন এক ভালবাস। 




Valobasa-ভালবাসা


ভালবাসার কোনো বয়স লাগে না
তবু ভাবতে কষ্ট হয়,
কেউ কেউ তা মানতে চায় না

যাক সে কথা
যে দেয় দিক ব্যথা,
মরে তো যাব না!
আর গেলেই তো ভাল হল,
খুঁজে তো পাবে না!