Wednesday, May 21, 2014

Premer Soinik (*প্রেমের সৈনিক)

গল্পটি শেষ হল কিন্তু পরিণতিটা জানা হল না।
সময়ের বাঁকে বাঁকে গল্পটি যখন থেমে যায়
তখনি মনে হয় বেঁচে থাকা দায়!
আর একটু সাহস, আর একটু সংগ্রাম
সবই বেছে নিতে হয় জীবনকে সাজাতে।
আমি এরকম পরাজয়ে অভ্যস্ত নই
যেরকম তুমি ভেবে নিয়েছো।

আমি আধারে তারকার বাতি
আর লুকিয়ে থাকা প্রভাতী
দেখতে পাই।
কোন ব্যর্থ জীবনের গল্প নয়
যার একটু আবেশে আমি মোমের মত গলে যাবো।
সীমাহীন সাগরের জলরাশি মত
নিঃশেষেও হবো না শেষ।

কোন্ কালিমা'র ভয় আমাকে দেখাতে চাও?
আমি ইস্পাতের বর্মে মোড়া প্রেমের সৈনিক
নির্ভীক তোমার ধারাল অস্ত্রের সুচাগ্র ফলায়।
পিছু হটতে শেখেনি হৃদয়
পরাজয়েও করি না ভয়।

তবে দন্ড তোমাকে পেতেই হবে
নিয়তির দোহাই,
তুমি যে খেলা খেলছো সবসময়
তাকে নিশ্চিহ্ন করে দেব,
           হবে জয় নিশ্চই।

No comments:

Post a Comment