Tuesday, January 28, 2014

Kobibor (কবিবর)

আমি ভুলিনি মেঘনাথ-এর কথা
আমি ভুলিনি কপোতাক্ষ নদ-এর কথা
শুধু ভুলে গেছি
বিদেশি পিচাশের কথা
যারা বোঝেনি ক্যাপটিভ ল্যাডি'র যথার্থতা।
তারা জানে না, তোমার মূল্যয়ন
কোন পুষ্পের মালায় গাঁথা।
নির্বোধ তারা,
বাঙালির মূল্য বোঝেনি কখনো-
অবহেলায় ঘৃণার প্রকাশ করেছে শুধু।
আমি দেখিনি সেইরূপ অনাচার-
তবে শ্রেষ্ঠত্ব তোমাকেই দিয়েছে।
সীমাহীন আকাঙ্খার মদ্যপানে
মতিভ্রষ্ট ভাবনা বিশ্ব জেনেছে
বিমুখ হওয়ার পরে।
অপরাধ শুধু এইটুকু,
পরভাষা সম্মৃদ্ধির উদারতা প্রদর্শন।
তারা আজো বোঝেনি তোমার কদর,
তবে সহস্র বছর বয়ে যাবে
যেটুকু করেছো দান তার করে সমাদর।


Sunday, January 26, 2014

Bondhi Jibon (বন্দি জীবন)

বন্দি জীবনের শত বেদনার একান্ত সাক্ষি হয়ে আছি আমি
যেখানে তোমাদের ভালবাসা পৌঁছবে না।
আমি তো নিশির নিদ্রাহীন পাখি,
ব্যথার জাল বুনে চলেছি বুকের দু'পাশ জুড়ে।
কোন সুখ বসন্ত আমায় চেনে না,
কোন ফুল আমায় সুবাস দেয় না।
নিতান্তই ঘুমের প্রত্যাশি
তোমাদের আনন্দ ভুবনের যন্ত্রনা ধুতরা ফুল।

এ জীবন বন্দি খাঁচায় আটকা পড়া
তোতা পাখি মতো ডেকেই চলেছে সেই সুখের অচেনা বাতি-কে।
ভাবনার অনেক কিছুই কল্পনার আড়ালে মিলিয়ে যায়-
শুধু তোমার পরিচয় অর্থহীন করে দিল
ভালবাসর ক্লান্তি।

আমি মুক্তি চাই ভালবাসার সীমাহীন যন্ত্রনা থেকে-
তোমাদের অচেনা ভুবনের প্রত্যাশা ছেড়ে
চলে যেতে চাই নীরব সাগরে।




Friday, January 24, 2014

Chola Aso (চলে এসো)

কতক শিউলি হাতে
তোমায় ডাকতে এসেছি ভোরবেলা।
যে সুবাস আমার হাতে মেখে আছে
তা তোমায় দিতে চাই উজাড় করে
এই শরতে।
দুয়ার খুলে দু'নয়ন মেল,
দেখ, পুব আকাশের কোণে
রবি'র কমলা আভা দেখা যায়।
এসো দু'জনে নতুন করে চলি
ভয়হীন-বাধাহীন অদূর ভবিষ্যতে।
রোদের আলো উঠলে
শুকিয়ে যবে সব কটি শিউলি-
আর নয় অপেক্ষা!
চলে এসো রাতের আড়ষ্টতা ছেড়ে
নীল গগনের সূর্য্য স্নানে।

Sunday, January 19, 2014

Nil Akas (নীলাকাশ)

কখনো আকাশ দেখেছো,
আমার মতো? সীমাহীন উচ্চতায়
দাঁড়িয়ে আছে মাথার উপর।
অনেকটা ঘরের ছাউনির মতো
ঢেকে রেখেছে তোমাকে
ঝড়-বাদলের হাত থেকে।
কোথাও মিষ্টি রোদের আলো
জাল বুনেছে আদরে আদরে,
কোথাও এক খন্ড মেঘ
খেলায় মেতেছে হাওয়ার দোলনায়-
আমি প্রতিনিয়ত হারিয়ে যাই
তাদের মাঝে।
কল-কাকলি ভরা নীলাকাশ-
এইতো! ডাকছে তোমাকে।
-হয়তো সময় হবে না
ব্যস্ততার ভিড়ে,
তবুও বারান্দায়, ইট-পাথরের ছাদে
নয়তোবা খোলা মাঠে
একবার দাঁড়িয়ে আকাশ দেখো!

Sunday, January 12, 2014

Sagor Kinara Akdin ( সাগর কিনারে একদিন )

খোলা আকাশের নিচে সমুদ্র তটে
এল চুলে একদৃষ্টিতে তুমি দাঁড়িয়ে ছিলে
শরতের হাওয়ায়।
আমি পাশাপাশি কোথাও বসেছিলমি
অচেনা-তোমারি অপেক্ষায়।
আমার দৃষ্টি তোমার দৃষ্টিতে ধরা পড়ল।
এক অজানা সুখের দোলায়
ভেসে উঠল আমার উচাটন মন।
আমি বালুর বুকে আলতো পায়ে
ছুটে এলাম তোমার নিকট
কিছু বলতে।
একটা মিষ্টি হাসি দিয়ে বললে,
'কতদিন বসে আছো সাগর কিনারে,
উত্তরটা জানাবে এক সময়!'



Friday, January 10, 2014

Amay Aktu Deko ( আমায় একটু ডেকো )

আমি হেরে গেলাম
নিয়তির কাছে-
যেটুকু আশা ছিল তার অপমৃত্যু হল
একটা ঝোড়ো হাওয়ার তান্ডবে।
আমি দিশেহারা-পথ ভ্রান্ত,
অসমাপ্তির ছাঁয়াতলে নিদ্রা কাটাই,
যার কোনটাই তুমি দেখনি আজো।

পথ থেকে কুড়িয়ে আনা
একটা ছোট কাগজের টুকরা
জানালার ফাঁক দিয়ে পড়েছিল
বসন্তের বিকেলে উত্তরের রাস্তায়।
-উড়ে গেল অজানা হাওয়ায়
নির্জন কোন এক দ্বীপে।

অচেনা নিয়তিকে আমি চিন্তে পারিনি
ক্ষণিকের পরিচয়ে।
-আমার ভুল, স্বীকার করেছি,
নিয়তিকে চিন্তে পারিনি বলে।
কখনো জীবন থেকে মুছবে না
তোমার দেওয়া অচেনা আঘাত।
-যদি চিনে থাক তারে ক্ষণিকের আনাগোনায়,
আমায় একটু ডেকো!


Amay Aktu Deko ( আমায় একটু ডেকো )


Tota Pakhi




Tota-Pakhi ( তোতাপাখি )

আমিতো চাইনি তোমার হতে!
তুমিই বলেছিলে ভালবাসার কথা।
তবে কেন ভুলে গেলে
অন্য মানুষের বর্ণালী রূপ দেখে?
অনেকটা ব্যথায় জড়োসড়ো প্রকৃতি
আমাকে ভুলটা ধরিয়ে দিল।
তুমি যে বসন্তের কোকিল,
এখন শীতের হাওয়া বইছে আমার ভুবনে
তাই গরম পোশাকের সন্ধানে তুমি।

তুমি অচেনার পিঁছনে ছুটছো
এই চেনা মানুষটাকে অপরিচিত করে।
আমি ভুলিনি তোমার চেনা মুখটা,
ঘুম-নির্ঘুম সর্বদা ডাকছে
তোমার নিকটে।

আমি স্মৃতির পাতায় বন্দি তোতাপাখি,
তোমার কথা বলে যাই সারাবেলা।
কোন আশা নেই বুকেতে আজ,
কোন ব্যস্ততা নেই দেখা করার,
কোন আবদার নেই রক্ষা করার।
শুধু আমি একা
আমার চির চেনা ভুবনে।