কতক শিউলি হাতে
তোমায় ডাকতে এসেছি ভোরবেলা।
যে সুবাস আমার হাতে মেখে আছে
তা তোমায় দিতে চাই উজাড় করে
এই শরতে।
দুয়ার খুলে দু'নয়ন মেল,
দেখ, পুব আকাশের কোণে
রবি'র কমলা আভা দেখা যায়।
এসো দু'জনে নতুন করে চলি
ভয়হীন-বাধাহীন অদূর ভবিষ্যতে।
রোদের আলো উঠলে
শুকিয়ে যবে সব কটি শিউলি-
আর নয় অপেক্ষা!
চলে এসো রাতের আড়ষ্টতা ছেড়ে
নীল গগনের সূর্য্য স্নানে।
তোমায় ডাকতে এসেছি ভোরবেলা।
যে সুবাস আমার হাতে মেখে আছে
তা তোমায় দিতে চাই উজাড় করে
এই শরতে।
দুয়ার খুলে দু'নয়ন মেল,
দেখ, পুব আকাশের কোণে
রবি'র কমলা আভা দেখা যায়।
এসো দু'জনে নতুন করে চলি
ভয়হীন-বাধাহীন অদূর ভবিষ্যতে।
রোদের আলো উঠলে
শুকিয়ে যবে সব কটি শিউলি-
আর নয় অপেক্ষা!
চলে এসো রাতের আড়ষ্টতা ছেড়ে
নীল গগনের সূর্য্য স্নানে।
No comments:
Post a Comment