Friday, January 10, 2014

Tota-Pakhi ( তোতাপাখি )

আমিতো চাইনি তোমার হতে!
তুমিই বলেছিলে ভালবাসার কথা।
তবে কেন ভুলে গেলে
অন্য মানুষের বর্ণালী রূপ দেখে?
অনেকটা ব্যথায় জড়োসড়ো প্রকৃতি
আমাকে ভুলটা ধরিয়ে দিল।
তুমি যে বসন্তের কোকিল,
এখন শীতের হাওয়া বইছে আমার ভুবনে
তাই গরম পোশাকের সন্ধানে তুমি।

তুমি অচেনার পিঁছনে ছুটছো
এই চেনা মানুষটাকে অপরিচিত করে।
আমি ভুলিনি তোমার চেনা মুখটা,
ঘুম-নির্ঘুম সর্বদা ডাকছে
তোমার নিকটে।

আমি স্মৃতির পাতায় বন্দি তোতাপাখি,
তোমার কথা বলে যাই সারাবেলা।
কোন আশা নেই বুকেতে আজ,
কোন ব্যস্ততা নেই দেখা করার,
কোন আবদার নেই রক্ষা করার।
শুধু আমি একা
আমার চির চেনা ভুবনে।


No comments:

Post a Comment