ভালবাসার জন্য
দুর্গম মরু পাড়ি দিতে পারি নিমিশে।
পারি শীতের কুয়াশায় খুঁজে নিতে
প্রিয়তমার শিশিরস্নাত বদনখানি।
আমি হিমালয়ে যেতে পারি পবনের পাখায় ভর করে।
টগবগিয়ে ঘোড়া ছোটাতে পারি
ট্রয়-এর মত আরেকটি যুদ্ধ করতে।
আমি রাতের আধার ও সূর্যের সন্ধিক্ষণে
অপেক্ষায় থাকতে পারি শতবর্ষ।
হাজার পদ্মের পাপড়ি বিছাতে পারি-
সহস্র কণ্ঠক সয়ে আনতে পারি অজস্র গোলাপ।
আমি টেকনাফ থেকে তেতুলিয়ায় যেতে পারি,
আমি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যেতে পারি
শুধু তুমি যদি ভালবাসা দাও।
No comments:
Post a Comment