Thursday, March 13, 2014

Chanderer Mohonay (চন্দ্রের মোহনায়)


আধার কেটে যায় চন্দ্রিমার আলোকিত ঝর্ণাধারায়
তবু মনের আধার কাটল না বন্ধু তোমা বিনা।
বসন্ত চলে যায়, ফিরে না তাকায়
জুঁই-চামেলীর সুবাসের প্রার্থনায়।

আমি একেলা আধার রাত্রিবেলা
উচ্ছ্বাসে বন্যা বয়ে যায় মোর অশ্রুধারায়;
তবু বন্ধু এলো না নিশি জগরনে
এক মুঠো সুখ দিতে নিদারুন যন্ত্রনায়।

কতো সইবো আর কতো গাইবো
অচেনা সুরের বাদ্য-বীণায় বাজিছে যা, তা তো সংশয়।
তোমা পথে চেয়ে আধারে লুকায়ে খোয়ায়েছি-
তার সন্ধান করি আমি বৃত্তাকার চন্দ্রের মোহনায়।




No comments:

Post a Comment