Thursday, March 27, 2014

Banglar Kotha Bola (বাংলার কথা বলে)


আমার দেশের মাটিতে সোনার ফসল ফলে,
জলে, বনে, স্থলে স্বরবে তাহারই কথা চলে।
মীন-বিহগ ও সবুজ প্রান্তর জুড়ে
শতরূপ দেখিতে পাই মাতৃরূপ আচলে।

বাদল ধারায় উচাটন মনে কৃষক ধায় মাঠে
টিপটিপ টাপুরটুপুর- মাঝি নদীর ঘাটে।
কখনো শুভ্র-মেঘ-সাম্পানের বৈঠা ধরে
কুয়াশায় পাড়ি দেয় মিঠেল গানের সুরে।

জারি, সারি, মুর্শিদি- ভাটিয়ালি নৌকার পালে
মুটে-ময়রা, মাঝি-মাল্লা, বাউলের মন উতলে।
নিশীথে গল্প-পুঁথি আর রূপকথার ছলে,
'রূপসী বাংলা', 'রাখাল ছেলে' র কত কথা চলে।

দিবালোকে চোখ জুড়িয়ে যায় গো রূপ দেখে
নীলাকাশের ছাউনি ঢাকা শাখা-প্রশাখার ফাঁকে-
ফুল-ফসলে লুকিয়ে দোয়েল আনন্দে সুর তুলে
সকল দেশ ত্যাজ্য করি বাংলার কথা বলে।









No comments:

Post a Comment