বড় আশায় যে ঘর বেধেছি তার কোন মূল্য দিতে পারনি
আমি অতলে তলিয়ে যাব- আমি যা কখনো ভাবিনি।
চির চেনা তুমি অচেনার চাদরে নিজেকে লুকালে।
আমি কি দোষ করেছি বলতে পার?
জুঁই- সেজুতী- মালতী আর কথা কয় না নিরালা
সেই পারুল বনে। সেথায় শুধু কান্নার রোল আর হাহাকার।
তুমি ছাড়া এ-ঘর অসার-মলিন
ঝোড়বাতাসে উড়ে বেড়ানো খড়-কুটার মত।
আমি বাচতে চাই তোমার দুটি হাত ধরে,
আসবে কি সেই শিমুল তলে।
জানি তোমার প্রতিক্ষা করাটা আর সাজেনা,
তবুও করে যেতে চাই হাজার বছর।
আমার এ ভালবাসা খাঁটি-পবিত্র গঙ্গাস্রতের মত,
অচেনা পথটির দিকে তাকিয়ে দিনগুনে যাই,
কবে তুমি ফিরবে আমার এ কাননে।
No comments:
Post a Comment