সবুজ প্রান্তরে কত চলেছি হাত ধরে
তোমার কি মনে পড়ে না!
আধারে জোনাকী খেলায় ডেকেছি কত তোমায়
তার কিছুই কি মনে পড়ে না!
আমি ভুলিনি সে কথা-
তোমার আমার প্রতিশ্রুতি
ধুলোয় মিশে একাকার, হল নির্বিকার।
রাত জেগে বসে থাকি
একাকী কল্পনায় ছবি আঁকি-
তোমার স্মৃতির কোন এক ভাঁজে
হয় তো মিশে আছি আমি।
ভাগ্যের তিক্ততার মাঝে সবুজ প্রান্তর
লালচে-ফিকে হয়ে যায়
তবু দিন গুনি, কুয়াশার জাল বুনি,
জোনাকীর মুর্ছনায় সে কথা
ভুলতে চাই তবু মনে পড়ে যায়।
No comments:
Post a Comment