একটা বছর কেটে গেল তোমাতে আমাতে পরিচয়,
যে কলমিলতার শুভ্র অধরে চুম্বন
আরেকটি দিগন্ত উন্মোচিত করে সহসায়;
সেই তোমার কথা মনে রেখেছি প্রবাসী যাতনায়।
নির্মল উষা'র তটে বিহগের কলতান
শিহরে ওঠা নিশ্চুপ বনের ধ্যান ভাঙে।
জড়তার শিশির বিন্দুর সবুজে ভরা মাঠে
আরেকটি বছর ঘুরে এল আবার।
গহীন অন্তরীপে স্মৃতির উষ্ণ-শুষ্ক-
সিক্ত কথার ভিড়ে শাপলার সুগন্ধ ভাসে,
আর হাতের আড়ালে গোলাপ হেসে ওঠে
বন্ধুত্বের হাতটি পাওয়ার আশায়।
অতি দ্রুত সময়ের পদক্ষেপ
শুধু আক্ষেপ বয়ে আনে সুপ্ত জীবনে,
কত বাকি! কত দেখেছি! কত দেখবো!
বছরটা সত্যিই কেটে গেল!
একটা দিন, সে-হল আগামীকাল!
সকল সাজ-সজ্জ্বার চিহ্ন মুছে যাবে
রাস্তার ধুলোতে।
আরেকটা বার নতুন পরিচয় হওয়া দরকার,
যদি জীবনটা মিঠেল হয়!
আমি অপরিচিত, আমি অপরিচিত হতে চাই
নব ধারায় নব দিনে।
আমি একতার স্পর্শ পেতে চাই,
দো'তারার গানে নাচতে চাই তোমায় সাথে নিয়ে।
ওই বৃক্ষের ছায়ায় বসতে চাই
সজীবতার মিষ্টি মুকুল হাতে নিয়ে-
অনেক রঙে জড়াতে ইচ্ছে করে মধুময় বৈশাখী দিনে।
আরো একটা বছর নিমিষেই চলে যেতে পারে
চেনা পরিচয় মুছে না দিলে।
এসো হাতে হাত ধরি, শপথ করি
নববর্ষে নব জীবন গড়ি।
যে কলমিলতার শুভ্র অধরে চুম্বন
আরেকটি দিগন্ত উন্মোচিত করে সহসায়;
সেই তোমার কথা মনে রেখেছি প্রবাসী যাতনায়।
নির্মল উষা'র তটে বিহগের কলতান
শিহরে ওঠা নিশ্চুপ বনের ধ্যান ভাঙে।
জড়তার শিশির বিন্দুর সবুজে ভরা মাঠে
আরেকটি বছর ঘুরে এল আবার।
গহীন অন্তরীপে স্মৃতির উষ্ণ-শুষ্ক-
সিক্ত কথার ভিড়ে শাপলার সুগন্ধ ভাসে,
আর হাতের আড়ালে গোলাপ হেসে ওঠে
বন্ধুত্বের হাতটি পাওয়ার আশায়।
অতি দ্রুত সময়ের পদক্ষেপ
শুধু আক্ষেপ বয়ে আনে সুপ্ত জীবনে,
কত বাকি! কত দেখেছি! কত দেখবো!
বছরটা সত্যিই কেটে গেল!
একটা দিন, সে-হল আগামীকাল!
সকল সাজ-সজ্জ্বার চিহ্ন মুছে যাবে
রাস্তার ধুলোতে।
আরেকটা বার নতুন পরিচয় হওয়া দরকার,
যদি জীবনটা মিঠেল হয়!
আমি অপরিচিত, আমি অপরিচিত হতে চাই
নব ধারায় নব দিনে।
আমি একতার স্পর্শ পেতে চাই,
দো'তারার গানে নাচতে চাই তোমায় সাথে নিয়ে।
ওই বৃক্ষের ছায়ায় বসতে চাই
সজীবতার মিষ্টি মুকুল হাতে নিয়ে-
অনেক রঙে জড়াতে ইচ্ছে করে মধুময় বৈশাখী দিনে।
আরো একটা বছর নিমিষেই চলে যেতে পারে
চেনা পরিচয় মুছে না দিলে।
এসো হাতে হাত ধরি, শপথ করি
নববর্ষে নব জীবন গড়ি।
No comments:
Post a Comment