আমি আজ বিমোহিত হয়েছি
তোমার পানে চেয়ে;
কোন বসন্তে সেজেছো তুমি, পারুল
বকুলের পরশ নিয়ে-
আমি মুগ্ধ বসন্তের এ-সময়ে।
ভালবাসার উষ্ণ আদর
তুমি ছড়ালে দিবসের কাছাকাছি,
যার সীমাহীন মমতা দিয়েছিলে উপহার।
আমি তো তারই বদ্ধ কাঙাল।
আমি সম্মোহিত হতে চাই
তোমার রূপে পলাশ।
ছুঁতে চাই নীলাকাশ
বাতাসির সুবাস হাওয়ায়
মুছিয়ে প্রকৃতির জঞ্জাল।
আমি অলখে হারিয়ে যাব
বসন্তের দিনে তোমায় নিয়ে-
কোন প্রশ্ন নয়- যব দিগবিজয়
অক্ষয়-চির অমর;
ভালবাসার মালা পরায়ে
আমি মুগ্ধ বসন্তের এ-সময়ে।
Awesome bosonter kobita
ReplyDeleteBeautiful
ReplyDelete