Saturday, February 15, 2014

Pronoy Prathi (প্রনয় প্রার্থী)


আমি এখনো দাঁড়িয়ে আছি কদম তলায়
বর্ষায় স্নাত ফুল হাতে,
তুমি ফিরিয়ে দিও না আমাকে
তোমার প্রনয় প্রার্থীহীন ভেবে।

সুদূর নীলিমায় তোমার যে ছবি ভেসে বেড়ায়
তার প্রতিটি রঙে মিশে আছে
এই অবুঝ মনের ভালবাসা।
তুমি কি শুনতে পাও
আমার হৃদয়ের জমানো সহস্র বার্তা?

আমি তোমার প্রতীক্ষায় প্রহর গুনি সারাদিন-
একবার আসবে কি
আমার সম্মুখে তোমার স্নিগ্ধ রূপের ডালি নিয়ে?
আমি তোমার প্রনয় প্রার্থী-
এক প্রেমময়ী প্রেমের স্বত্ত।



No comments:

Post a Comment