Wednesday, February 5, 2014

Bidaay (বিদায়)

এতো ভালবাসার পরও তোমার পর হলাম আমি,
কেন এই দূরত্ব-ব্যবধান?
অশ্রু মুছতে মুছতে কাজল
দু'চোখের পাতায় খুঁজে পাওয়া যায় না।
রেশমী সুতার গাঁথনী জড়ানো এই আমি
আজ ভুলে গেছি সাজতে;
নতুন, আমায় যতই ডাকে
ততই আমি ফিরে যাই আতীতের কাছে।
কিন্তু আতীত!
সে-তো মধুর ছিল, ভাল লাগার ছিল-
ভাবনা গ্রাস করে এক মুঠো সুখ।
সূর্য্য ধরা দেয় না বাহুতে:
ওইখানে দেখা কারা,
স্মৃতির উল্টানো পৃষ্টা, অশ্রু জমানো স্বপ্ন
আমাকে অমাবশ্যায় পাড়ি দিতে
হাতছানি দেয়।
কোকিল কর্কশ সুরে গান শোনায়
সেই সাথে চাতকের আর্তনাদ
কানে এসে পৌঁছায়।
শুধু একটা শব্দ ভেসে আসে দূর থেকে-
বুকের পর্দা ভেদ করে পাঁজরের অন্তরালে
কে যেন বলছে, 'বিদায়.....'।



No comments:

Post a Comment