Monday, February 3, 2014

Haria Jabo ( হারিয়ে যাব )

গেঁথে রাখা মালা আজ তোমায় পরাবো
আর দু'জনাতে পাখি হয়ে আকাশেতে উড়বো।
বাঁধন আজ টুটে যাবে দু'জনাতে কাছে আসায়
পৃথিবী জেনে যাবে পড়েছি ভালবাসায়।

পশ্চিমে সূর্য আজ মিলিয়ে হারাবো
যতো প্রেম আছে মনে আজকে ছড়াবো।
ভাবিনা আজ ঘরে ফেরার কথা
দু'চোখ যেদিকে যায় যাব দু'জন সেথা।

কোকিলের কুহু সুরে ফাগুনের মৌ-বনে
নিরালা যাব সব ভুলে অন্য ক্ষণে।
কেউ পাবে না খুঁজে- কপোত-কপোতির জুটি
ভালবাসায় পূর্ণ আজ উর্ত্তীন্য সবকটি।



No comments:

Post a Comment