আমি যন্ত্রনা কাতর এক পাখি,
এলোমেলো ছোটাছুটি করে খুঁজে দেখি
কতটুকু দূরত্বে তোমার কুঠির।
আমি কুমারের চাকতি ঘোরানো মাটি
পুড়ে পুড়ে হয়েছি লাল,
আমি বেদনায় জরা-জীর্ণ,
দুনিয়ার জঞ্জাল।
আমি তুষার খন্ড-
বাতাসের স্পর্শে অশ্রু ঝরে
বেদনায় না-বলা কথার হাত ধরে
পৌঁছে গেছি অন্ধকার রূপের ডালি নিয়ে-
যার জন্ম থেকে পোড়া কপাল।
বন্দী খাঁচায় ঠুকরে চলা ময়না,
আমি কখনোই ছাড়া পাব না,
উড়ব না ডানা মেলে
তোমার ভালবাসার সীমাহীন নীলাচলে
কেউ দিল না শান্ত্বনা।
No comments:
Post a Comment