Sunday, February 2, 2014

Ami Aschi (আমি আসছি)

শুকনো ফুলের মালা
আজো যতন করে রেখেছি!
তোমার এক টুকরো ভালবাসায় জড়ানো
ছেড়া কাগজ এখনো বালিশের নিচে চাপা থাকে!
কেন নিস্তব্ধতা, মলিনতা-
দু'চোখের পাতা জুড়ে নিদ্রালুতা-
বিদেশি মদ কোল বালিশে হেলানো।

আর একবার দেখা হওয়ার কথা ছিল, তাই নয় কি?
একাকি ভালবাসার গল্প
পড়ে থাকে টেবিলে,
উঁই পোকা ধরে মগজের কোঠরে।
শুধু গোলাপ ফুটে আছে কাননে,
হাতে তুলে দেওয়ার মানুষ কোথায়!

তোমার ফিরে আসা তো সম্ভব নয়,
টিকিটের মেয়াদ শেষ হয়েছে;
তবুও ভাবার প্রয়োজন ছিল
এক মুঠো বালুকার শ্লেটে লিখতে পারতে
"আবার দেখা হবে"।

বুঝেছি, আমাকেই যেতে হবে
তোমার গোপন আস্তানায়;
লুকিয়ে রাখা সম্ভব নয়-
চোখ তো মানে না
তুমি যে আঁড়ালে আছো।
ভেবো না আসছি আমি
চির চেনা অন্ধকার কুঠিরে,
সব আয়োজন প্রস্তুত,
লুকিয়ে রেখেছি হাতের মুঠোয়।




No comments:

Post a Comment