Tuesday, January 28, 2014

Kobibor (কবিবর)

আমি ভুলিনি মেঘনাথ-এর কথা
আমি ভুলিনি কপোতাক্ষ নদ-এর কথা
শুধু ভুলে গেছি
বিদেশি পিচাশের কথা
যারা বোঝেনি ক্যাপটিভ ল্যাডি'র যথার্থতা।
তারা জানে না, তোমার মূল্যয়ন
কোন পুষ্পের মালায় গাঁথা।
নির্বোধ তারা,
বাঙালির মূল্য বোঝেনি কখনো-
অবহেলায় ঘৃণার প্রকাশ করেছে শুধু।
আমি দেখিনি সেইরূপ অনাচার-
তবে শ্রেষ্ঠত্ব তোমাকেই দিয়েছে।
সীমাহীন আকাঙ্খার মদ্যপানে
মতিভ্রষ্ট ভাবনা বিশ্ব জেনেছে
বিমুখ হওয়ার পরে।
অপরাধ শুধু এইটুকু,
পরভাষা সম্মৃদ্ধির উদারতা প্রদর্শন।
তারা আজো বোঝেনি তোমার কদর,
তবে সহস্র বছর বয়ে যাবে
যেটুকু করেছো দান তার করে সমাদর।


No comments:

Post a Comment