বন্দি জীবনের শত বেদনার একান্ত সাক্ষি হয়ে আছি আমি
যেখানে তোমাদের ভালবাসা পৌঁছবে না।
আমি তো নিশির নিদ্রাহীন পাখি,
ব্যথার জাল বুনে চলেছি বুকের দু'পাশ জুড়ে।
কোন সুখ বসন্ত আমায় চেনে না,
কোন ফুল আমায় সুবাস দেয় না।
নিতান্তই ঘুমের প্রত্যাশি
তোমাদের আনন্দ ভুবনের যন্ত্রনা ধুতরা ফুল।
এ জীবন বন্দি খাঁচায় আটকা পড়া
তোতা পাখি মতো ডেকেই চলেছে সেই সুখের অচেনা বাতি-কে।
ভাবনার অনেক কিছুই কল্পনার আড়ালে মিলিয়ে যায়-
শুধু তোমার পরিচয় অর্থহীন করে দিল
ভালবাসর ক্লান্তি।
আমি মুক্তি চাই ভালবাসার সীমাহীন যন্ত্রনা থেকে-
তোমাদের অচেনা ভুবনের প্রত্যাশা ছেড়ে
চলে যেতে চাই নীরব সাগরে।
যেখানে তোমাদের ভালবাসা পৌঁছবে না।
আমি তো নিশির নিদ্রাহীন পাখি,
ব্যথার জাল বুনে চলেছি বুকের দু'পাশ জুড়ে।
কোন সুখ বসন্ত আমায় চেনে না,
কোন ফুল আমায় সুবাস দেয় না।
নিতান্তই ঘুমের প্রত্যাশি
তোমাদের আনন্দ ভুবনের যন্ত্রনা ধুতরা ফুল।
এ জীবন বন্দি খাঁচায় আটকা পড়া
তোতা পাখি মতো ডেকেই চলেছে সেই সুখের অচেনা বাতি-কে।
ভাবনার অনেক কিছুই কল্পনার আড়ালে মিলিয়ে যায়-
শুধু তোমার পরিচয় অর্থহীন করে দিল
ভালবাসর ক্লান্তি।
আমি মুক্তি চাই ভালবাসার সীমাহীন যন্ত্রনা থেকে-
তোমাদের অচেনা ভুবনের প্রত্যাশা ছেড়ে
চলে যেতে চাই নীরব সাগরে।
No comments:
Post a Comment