Friday, January 10, 2014

Amay Aktu Deko ( আমায় একটু ডেকো )

আমি হেরে গেলাম
নিয়তির কাছে-
যেটুকু আশা ছিল তার অপমৃত্যু হল
একটা ঝোড়ো হাওয়ার তান্ডবে।
আমি দিশেহারা-পথ ভ্রান্ত,
অসমাপ্তির ছাঁয়াতলে নিদ্রা কাটাই,
যার কোনটাই তুমি দেখনি আজো।

পথ থেকে কুড়িয়ে আনা
একটা ছোট কাগজের টুকরা
জানালার ফাঁক দিয়ে পড়েছিল
বসন্তের বিকেলে উত্তরের রাস্তায়।
-উড়ে গেল অজানা হাওয়ায়
নির্জন কোন এক দ্বীপে।

অচেনা নিয়তিকে আমি চিন্তে পারিনি
ক্ষণিকের পরিচয়ে।
-আমার ভুল, স্বীকার করেছি,
নিয়তিকে চিন্তে পারিনি বলে।
কখনো জীবন থেকে মুছবে না
তোমার দেওয়া অচেনা আঘাত।
-যদি চিনে থাক তারে ক্ষণিকের আনাগোনায়,
আমায় একটু ডেকো!


No comments:

Post a Comment