কখনো আকাশ দেখেছো,
আমার মতো? সীমাহীন উচ্চতায়
দাঁড়িয়ে আছে মাথার উপর।
অনেকটা ঘরের ছাউনির মতো
ঢেকে রেখেছে তোমাকে
ঝড়-বাদলের হাত থেকে।
কোথাও মিষ্টি রোদের আলো
জাল বুনেছে আদরে আদরে,
কোথাও এক খন্ড মেঘ
খেলায় মেতেছে হাওয়ার দোলনায়-
আমি প্রতিনিয়ত হারিয়ে যাই
তাদের মাঝে।
কল-কাকলি ভরা নীলাকাশ-
এইতো! ডাকছে তোমাকে।
-হয়তো সময় হবে না
ব্যস্ততার ভিড়ে,
তবুও বারান্দায়, ইট-পাথরের ছাদে
নয়তোবা খোলা মাঠে
একবার দাঁড়িয়ে আকাশ দেখো!
আমার মতো? সীমাহীন উচ্চতায়
দাঁড়িয়ে আছে মাথার উপর।
অনেকটা ঘরের ছাউনির মতো
ঢেকে রেখেছে তোমাকে
ঝড়-বাদলের হাত থেকে।
কোথাও মিষ্টি রোদের আলো
জাল বুনেছে আদরে আদরে,
কোথাও এক খন্ড মেঘ
খেলায় মেতেছে হাওয়ার দোলনায়-
আমি প্রতিনিয়ত হারিয়ে যাই
তাদের মাঝে।
কল-কাকলি ভরা নীলাকাশ-
এইতো! ডাকছে তোমাকে।
-হয়তো সময় হবে না
ব্যস্ততার ভিড়ে,
তবুও বারান্দায়, ইট-পাথরের ছাদে
নয়তোবা খোলা মাঠে
একবার দাঁড়িয়ে আকাশ দেখো!
No comments:
Post a Comment