Saturday, February 8, 2014

Valobasa Valobasa (ভালবাসা ভালবাসা)

আজকের নির্জন রজনী
শুধু তোমার জন্য রেখেছি উপহার
        দীর্ঘ আঠারো বছর স্বযত্নে,
রেখেছি স্রষ্টার দেওয়া অস্তিত্ত্বকে।

বলতে দ্বিধা নেই আমার,
        তুমি আমি হব একাকার,
বাঁধা নেই সমাজের
          কথা নেই আজ সম্ভ্রমের।
শুধু দু'টি দেহ এক আত্মায়
                 মিশে যাবে।
আর কোনো রজনীতে
         এ-সুখ মিলবে না
যা তুমি দিতে চলেছো আজ।

নিদ্রাকে বলি দিয়েছি
     মধুর রঙের হলি খেলায়।
ঈর্ষা যাদের ঘিরেছে,
           আজ ভুলবে,
লজ্জায় মুখ লুকাবে-
      আঘাত করবো তাদের বিবেকে;
সে অধিকার তুমি দিয়েছো।

হাতের আল্পনা
       আজ আর নয় কল্পনার,
এই ক্ষুদ্র স্বত্ত্বায়
তোমাকে যে আমি করেছি জয়।
চলো নিরাবতা ভাঙাই
       হৃদয়ের জমানো বর্তায়,
মিশে যাক দু'জনের স্বপ্ন
         একটি নতুন স্বত্ত্বায়।



No comments:

Post a Comment