Bangla Kobita, Kids Poem, Soto Golpo, Probondho. আধুনিক বাংলা সাহিত্য । নতুন ধারায় নতুন আঙ্গিকে- কবিতা, ছড়া, ছোট গল্প, প্রবন্ধ।
Monday, February 24, 2014
Boi Pora (বই পড়া)
আমরা কেন পড়ি? না কেন ঘুরি? পেতে চাই সোনার তরী ঘুমায়ে ঘুমায়ে না কিছু করি। সহসা আসে বাধা ক্লান্ত হয়ে যাই, পড়া নামক বস্তুটাকে গিলতে না চাই। এতো পড়ে হবে কি কুলের মাথা রবে কি? হায়রে.. সোনার ছেলে কেমন জীবন পেলে, কিছুই না জেনে জীবন গেল চলে।
No comments:
Post a Comment