Friday, December 12, 2014

Jeona Vula -যেও না ভুলে


আজ সমুদ্র হতে কিছু হাওয়া এনে তোমাকে দিতে ইচ্ছে করছে।
কখনো কখনো তোমার নীলাম্বরে নিজেকে হারাতে স্বপ্ন দেখেছে হিয়া,
তোমার আহরিত মুক্ত-মালার প্রনয়ে নিজেকে হারাতে ইচ্ছে করছে।
তোমার ছবি ভেসে উঠছে-
অন্তরের আকুল প্রার্থনা কেঁপে কেঁপে উঠছে বলার অপেক্ষায়।
তুমি সেই চেনা- তোমার অলঙ্কার সীমাহীন,
শশির মাল্য পরাতে চাই অকৃত্রিম ভালবাসায়।

এ-মনের সব কিছু দিয়ে দিলাম তোমার অনুকূলে
আমাকে তুমি যেন যেও না ভুলে!