Thursday, February 6, 2014

Tomar Chobi (তোমার ছবি)

একটা হাওয়া এসে এলোমেলো করেনা
আমার পরনে শাড়ির আচল,
সেগুলো নিস্তেজ হয়ে পড়ে আছে আমার কাঁধে-
বৈশাখি বাদলের ঝাপটায় খুলে যায় না খোঁপার চুল।
আমি হারিয়ে ফেলেছি স্মৃতির পাতা,
ছিড়ে ফেলেছে আমার সাধের পা-দোলানো দোলনা-
কি হবে সেগুলো রেখে আর!

আর কাজে লাগবে না তোমার দেয়া
হলুদ খামের চিঠি। পোড়ানো লাগেনি
এমনিতেই পুড়ে গেছে
সমাজের পেতে রাখা চুলায়।
একটাই শুধু অবশিষ্ট আছে
যেটা লুকিয়ে রেখেছি বালিশের নিচে-
তোমার ছবি।



No comments:

Post a Comment