Sunday, January 12, 2014

Sagor Kinara Akdin ( সাগর কিনারে একদিন )

খোলা আকাশের নিচে সমুদ্র তটে
এল চুলে একদৃষ্টিতে তুমি দাঁড়িয়ে ছিলে
শরতের হাওয়ায়।
আমি পাশাপাশি কোথাও বসেছিলমি
অচেনা-তোমারি অপেক্ষায়।
আমার দৃষ্টি তোমার দৃষ্টিতে ধরা পড়ল।
এক অজানা সুখের দোলায়
ভেসে উঠল আমার উচাটন মন।
আমি বালুর বুকে আলতো পায়ে
ছুটে এলাম তোমার নিকট
কিছু বলতে।
একটা মিষ্টি হাসি দিয়ে বললে,
'কতদিন বসে আছো সাগর কিনারে,
উত্তরটা জানাবে এক সময়!'



No comments:

Post a Comment