অর্থের অসমাপ্ত ক্রিয়া
দিনে দিনে মুর্খ করেছে আমায়-
তার একবিন্দু নিতে চাইলেও
দেব না ভেবেছি।
যে ক্রিয়া মুছে দিতে পারে
জীবনের শ্বাস-প্রশ্বাস,
তার পিছে ছুটছি অহরহ
কিবা দিন কিবা রাত্রি।
মুঠো মুঠো দৌলত
কেড়েছে সুখ বস্তা বস্তা।
তাই ফেলে দিয়েছি সমুদ্রের মাঝে
যে কানা কড়ি ছিল দু'পকেটে,
এখন শূন্য কড়িতে
বসে আছি নদীর তটে
শুধু দেখবার আশায়, কি ঘটে
নিশ্চই তা নয় সস্তা?
এই তো সুখের শঙ্খ বেজে উঠল,
প্রদীপ জ্বেলে বসে আছে ধীর গতির আশ্বাসে-
এ-মনের বিশ্বাস।
No comments:
Post a Comment