Monday, March 10, 2014

Tomar Premer Argho (তোমার প্রেমের অর্ঘ্য)


অদূর প্রচীর ঘেসে সবুজ-সোনালী বেসে
দেখেছিলাম তোমার মায়াময়ী নেত্রদ্বয়।
তুমি বিজলীর ঝলকানি
তুমি উদাসী প্রেমের বকুনি
আশার আশা তুমি সারাটি সময়।

তুমি শরতের শিউলি- বসন্তের গোলাপ-
আলোধারার মোহিনী বিকেলের আলাপ,
উষ্ণ রজনীর উষ্ণ আদরের পূর্ণ শশি-
        বিরহী প্রেমিকের প্রলাপ।

তুমি অশান্ত সাগরের সীমাহীন ঢেউরাশি
তুমি পিরিতে জ্বলা রাখাল ছেলের মোহন বাঁশি-
মোহনায় ঘুমন্ত স্বর্গ পরী।
ভুলে যাই তোমার পানে চেয়ে থেকে-
আজকে তোমার প্রেমের অর্ঘ্য নিলাম দু'হাতে।










No comments:

Post a Comment