Sunday, March 16, 2014

Amio Porobasi (আমিও পরবাসী)


রাতের সীমানা পেরিয়ে
       জোছনার সাথে আলিঙ্গন
বড় মধুর সে রাত্র।
কিন্তু, একলা সঙ্গিহীন দূরপরবাসী যাত্রী তুমি
একবার ফিরে তাকাও পিছন পানে!
হয়তো ভ্রাতা, হয়তো কন্যা
জননী-জনক নয়তোবা প্রেমিক-প্রেমিকা বেশে
দাঁড়িয়ে আছি আমি অশ্রু-নয়নে।

তোমার স্নিগ্ধ বদন
           আজ মলিন কেন?
তোমার মত আজ আমিও পরবাসী হব-
তোমার নতুন দেশের কাছে।
হোক না কুয়েত, কাতার, আমিরত
সবই তো এ-বুকে করে আঘাত, তাই
বিদায় দিতে বড় কষ্ট হয়।





রাতে জোছনা আর চোখে আসে না,
পাতার ফাঁকে আর চাঁদ ওঠে না-
ঘুম ভেঙে গেলে কেউ মায়ার হাত
বুলিয়ে দেয় না,
তাই আমিও এক অন্যরকম পরবাসী।
তুমি এ-দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছ
আর আমি নিজ দেশে পরবাসী।
তোমার আমার ব্যবধান একই-
যতদূর তুমি আসবে আমায় দেখতে
ততদূর আমাকেও যেতে হবে দেখতে।
তাই, আমরা দু'জনই পরবাসী।




No comments:

Post a Comment