রাতের সীমানা পেরিয়ে
জোছনার সাথে আলিঙ্গন
বড় মধুর সে রাত্র।
কিন্তু, একলা সঙ্গিহীন দূরপরবাসী যাত্রী তুমি
একবার ফিরে তাকাও পিছন পানে!
হয়তো ভ্রাতা, হয়তো কন্যা
জননী-জনক নয়তোবা প্রেমিক-প্রেমিকা বেশে
দাঁড়িয়ে আছি আমি অশ্রু-নয়নে।
তোমার স্নিগ্ধ বদন
আজ মলিন কেন?
তোমার মত আজ আমিও পরবাসী হব-
তোমার নতুন দেশের কাছে।
হোক না কুয়েত, কাতার, আমিরত
সবই তো এ-বুকে করে আঘাত, তাই
বিদায় দিতে বড় কষ্ট হয়।
২
রাতে জোছনা আর চোখে আসে না,
পাতার ফাঁকে আর চাঁদ ওঠে না-
ঘুম ভেঙে গেলে কেউ মায়ার হাত
বুলিয়ে দেয় না,
তাই আমিও এক অন্যরকম পরবাসী।
তুমি এ-দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছ
আর আমি নিজ দেশে পরবাসী।
তোমার আমার ব্যবধান একই-
যতদূর তুমি আসবে আমায় দেখতে
ততদূর আমাকেও যেতে হবে দেখতে।
তাই, আমরা দু'জনই পরবাসী।
No comments:
Post a Comment