অনেকটা পথ পাড়ি দেবার ছিল
কিন্তু পারিনি,
যা কিছু বলার ছিল
তাও বলতে পারিনি-
তবে "কিছু কথা বুঝে নিতে হয়"
মধুময় কথার পিঠে কথার ছলনায়।
মনে মনে লুকোচুরি
হেঁয়ালীর ফুলকুঁড়ি
সবটাই না পাওয়ার বেদনায়,
মিছে মিছে হাসি শুধু
সরাসরি বলতে না পারায়।
ফুলে ফুলে মালা গাঁথি
ক্যানভাসে ছবি আঁকি
দেখে না ঐ দু'নয়ন?
আমি তো বুঝে গেছি
ভালবাসার নেই বাকি
তবু কেন বোঝে না সে হৃদয়?
হাসি-খুশি রাশি রাশি দিয়েছি সাজিয়ে আজি
বলতে পারি নি লিখেছি যেথা
কোন এক মানবীর আভিমান,
দেখেও দেখে না বুঝেও বোঝে না
তবু করি তার জয়গান,
করে না করুক সে শত অপমান।
কত কথা ভাবে সে
নিশ্চুপ নির্ঘুম বালিশে
কিছু না কিছু পাওয়ার আশায়-
তার কাছে আছেকি প্রেমের ভাষাটি?
মনের কথাটি বুঝে নিতে হয়
কখনো কখনো না কিছু বলতে পারায়।
No comments:
Post a Comment