Saturday, March 8, 2014

Ferot Chai (ফেরত চাই)


কি প্রয়োজন ছিল ভালবাসার?
যা ছিল দিয়ে দিলাম উইল করে,
শুধু আমার মনটা ফেরত দাও।

তুমি বুঝতে চাও না,
না, বুঝতে পার না-
এ মনটা তোমার দখলে পড়ে আছে,
আমি ফেরত চাই।

আমি মন হারা দেহ নিয়ে ঘুরি
প্রেমহীন বেদনায় পাথর চাপা দিয়ে
তপ্ত মরুর সূর্য্যপানে।

কি প্রয়োজন ছিল মালা গাঁথাবার?
শুকিয়ে গেছে তোমার পানে অশ্রুপাতে
চিরচেনা নয়ন-সাগর।

দেহটাও তোমায় দিয়ে দিলাম,
শুধু আমার মনটা ফেরত দাও।
যদি নাইবা পার দিতে তবে
হেমলকের নির্জাস তুলে দাও মুখে।
নিরব ঘুমের দেশে চলে যাব
মন হারা মানষী আমি।




No comments:

Post a Comment