যে-মনে কোনো ব্যথা নাই
সে মনের মূল্য কোথায় ভাবি শুধু তাই।
শত শত ব্যথার ফুলে গেঁথেছি আমি মালা
যার কোনো শেষ নাই দিয়েছে শুধুই জ্বালা।
সুরে সুরে গানে গানে বলি আমি সেই কথা
পিছনের স্মৃতি দিয়ে যে-দুখের সারি গাঁথা।।
কার ভুলে দূরে যায় এ-কোন নিঠুর খেলা
ক্ষণে ক্ষণে মনে মনে ভেসে ওঠে সেই ছবি
লুকোচুরির মায়াবনে দোলা দেয় তার সবিই।।
বেদনার সুর নিয়ে গেয়ে যাই এই- বেলা
No comments:
Post a Comment