Wednesday, May 21, 2014

Premer Soinik (*প্রেমের সৈনিক)

গল্পটি শেষ হল কিন্তু পরিণতিটা জানা হল না।
সময়ের বাঁকে বাঁকে গল্পটি যখন থেমে যায়
তখনি মনে হয় বেঁচে থাকা দায়!
আর একটু সাহস, আর একটু সংগ্রাম
সবই বেছে নিতে হয় জীবনকে সাজাতে।
আমি এরকম পরাজয়ে অভ্যস্ত নই
যেরকম তুমি ভেবে নিয়েছো।

আমি আধারে তারকার বাতি
আর লুকিয়ে থাকা প্রভাতী
দেখতে পাই।
কোন ব্যর্থ জীবনের গল্প নয়
যার একটু আবেশে আমি মোমের মত গলে যাবো।
সীমাহীন সাগরের জলরাশি মত
নিঃশেষেও হবো না শেষ।

কোন্ কালিমা'র ভয় আমাকে দেখাতে চাও?
আমি ইস্পাতের বর্মে মোড়া প্রেমের সৈনিক
নির্ভীক তোমার ধারাল অস্ত্রের সুচাগ্র ফলায়।
পিছু হটতে শেখেনি হৃদয়
পরাজয়েও করি না ভয়।

তবে দন্ড তোমাকে পেতেই হবে
নিয়তির দোহাই,
তুমি যে খেলা খেলছো সবসময়
তাকে নিশ্চিহ্ন করে দেব,
           হবে জয় নিশ্চই।

Valobasi Sudhu Tomakei Valobasi (ভালবাসি শুধু তোমাকেই ভালবাসি)

আমার ছোট্ট স্বপ্নটি তোমাকে ঘিরে-
অনেক পূর্বে দেখেছি,
তাইতো আজোও বেঁচে আছি।
আমার একটি চাওয়া তোমাকে ঘিরে
লুকিয়ে রাখিনি, বলে দিয়েছি,
আমার ঘরের লক্ষ্মী হয়ে রবে-
ভালবাসার ছোঁয়ায়, সেদিন ভেবেছি।

কোন্ ফুলের পাপড়ি দিয়ে আজ তোমাকে সাজাবো,
সারাদিন ভেবেছি তার দু-এক টুকরা চিন্তার মায়াজালে।
আমি তোমায় দেখেছি তোমার অপূর্ব লাবণ্যে
উষ্ণতার ছোঁয়া জড়ানো গহীন অরণ্যে।
আমি ভালবাসি আমি ভালবাসি শত জনম ধরে
পাহাড়ী ফুলের শিখরে তোমারই মায়ায় পড়ে একদিন বিকেলে।
আজ পেয়েছি সত্যিকার আলোকধারায় এ-বুকের গভীরে, ধরে রাখবো
অনন্তকাল তোমারই ভালবাসার তেজস্বিতায় আর
কিছু কথার আড়ালে তোমাকেই শুধু ডাকবো।

ভুল ভেবো না,
আরোও একটি চাওয়া
জানি, সেটিও হবে পাওয়া।
একসাথে রইবো মোরা দুজনের বন্ধনে
ভুল যেন না এসে বাসা বাঁধে এই প্রাণে-
আমি তোমারই থাকবো তোমারই ছায়া হয়ে
মরণ ছোবে না নিশ্চুপ তোমাকে আমাকে
বেঁচে রবো অমলিন;
জানিয়ে দাও সে-কথা তুমিও পৃথিবীকে,
ভালবাসি, শুধু তোমাকেই ভালবাসি।





Tuesday, May 6, 2014

Akti Gan Tomar Jonno (একটি গান তোমার জন্য)


যে-মনে কোনো ব্যথা নাই
সে মনের মূল্য কোথায় ভাবি শুধু তাই।
শত শত ব্যথার ফুলে গেঁথেছি আমি মালা
যার কোনো শেষ নাই দিয়েছে শুধুই জ্বালা।
সুরে সুরে গানে গানে বলি আমি সেই কথা
পিছনের স্মৃতি দিয়ে যে-দুখের সারি গাঁথা।।
কার ভুলে দূরে যায় এ-কোন নিঠুর খেলা
ক্ষণে ক্ষণে মনে মনে ভেসে ওঠে সেই ছবি
লুকোচুরির মায়াবনে দোলা দেয় তার সবিই।।
বেদনার সুর নিয়ে গেয়ে যাই এই- বেলা