Sunday, April 27, 2014

Lukata Chai (লুকাতে চাই)

আমি আড়ালে লুকাতে চাই তোমার বেদনা নিয়ে
ভিনদেশি শূন্যতায়।
খুঁজতে এসো না দুঃখ পাবে
ভরে যাবে নিদারুন সংশয়।

যত ব্যথা এ-বুকে দিয়েছো তুমি
তার কোনো তুলনা নাই-
তবে তোমায় কিন্তু সুখি হওয়া চাই!
শত শত প্রশ্ন সাথে নিয়ে আজ
ছুটে চলেছি বিবাগীর সাজে সমুদ্র মোহনায়।
তোমার দেখা সৈকতে আমি হব নিষ্ঠুর-ভয়ংকার,
তপ্ত বালুর কণায় কণায় মিশে রব একাকী
যতদিন মুছবে না তোমার অহংকার।




Monday, April 14, 2014

Notun Prichoy Howa Dorkar-(নতুন পরিচয় হওয়া দরকার)



Notun Prichoy Howa Dorkar (নতুন পরিচয় হওয়া দরকার)

একটা বছর কেটে গেল তোমাতে আমাতে পরিচয়,
যে কলমিলতার শুভ্র অধরে চুম্বন
আরেকটি দিগন্ত উন্মোচিত করে সহসায়;
সেই তোমার কথা মনে রেখেছি প্রবাসী যাতনায়।

নির্মল উষা'র তটে বিহগের কলতান
শিহরে ওঠা নিশ্চুপ বনের ধ্যান ভাঙে।
জড়তার শিশির বিন্দুর সবুজে ভরা মাঠে
আরেকটি বছর ঘুরে এল আবার।

গহীন অন্তরীপে স্মৃতির উষ্ণ-শুষ্ক-
সিক্ত কথার ভিড়ে শাপলার সুগন্ধ ভাসে,
আর হাতের আড়ালে গোলাপ হেসে ওঠে
বন্ধুত্বের হাতটি পাওয়ার আশায়।

অতি দ্রুত সময়ের পদক্ষেপ
শুধু আক্ষেপ বয়ে আনে সুপ্ত জীবনে,
কত বাকি! কত দেখেছি! কত দেখবো!
বছরটা সত্যিই কেটে গেল!

একটা দিন, সে-হল আগামীকাল‍!
সকল সাজ-সজ্জ্বার চিহ্ন মুছে যাবে
রাস্তার ধুলোতে।
আরেকটা বার নতুন পরিচয় হওয়া দরকার,
যদি জীবনটা মিঠেল হয়!

আমি অপরিচিত, আমি অপরিচিত হতে চাই
নব ধারায় নব দিনে।
আমি একতার স্পর্শ পেতে চাই,
দো'তারার গানে নাচতে চাই তোমায় সাথে নিয়ে।
ওই বৃক্ষের ছায়ায় বসতে চাই
সজীবতার মিষ্টি মুকুল হাতে নিয়ে-
অনেক রঙে জড়াতে ইচ্ছে করে মধুময় বৈশাখী দিনে।

আরো একটা বছর নিমিষেই চলে যেতে পারে
চেনা পরিচয় মুছে না দিলে।
এসো হাতে হাত ধরি, শপথ করি
নববর্ষে নব জীবন গড়ি।





Monday, April 7, 2014

Pratthona Tomar Proti(প্রার্থনা তোমার প্রতি)


যদি ভুল করে তুমি কখনো
                আমায় ঘৃণা করো,
সেদিন তুমি এ-বুকে
          ছুরির আঘাত কোরো।
পরম সুখে পৃথিবী ছেড়ে
                বিদায় নেব সেদিন,
মুঠো ভর্তি দুঃখ নিয়ে
                 মিশে যাব জমিন।
মাটি শুধু ভালবেসে
               কাছে নেবে আমায়
আর সমস্ত পৃথিবী,
               দিয়ে দেব তোমায়।
এই রইলো মোর প্রার্থনা
                     তোমার প্রতি,
দিবস-যামিনি
               তার বইবে স্মৃতি।









Tuesday, April 1, 2014

Mone Pore Jay (মনে পড়ে যায়)


সবুজ প্রান্তরে কত চলেছি হাত ধরে
তোমার কি মনে পড়ে না!
আধারে জোনাকী খেলায় ডেকেছি কত তোমায়
তার কিছুই কি মনে পড়ে না!
আমি ভুলিনি সে কথা-
তোমার আমার প্রতিশ্রুতি
ধুলোয় মিশে একাকার, হল নির্বিকার।

রাত জেগে বসে থাকি
একাকী কল্পনায় ছবি আঁকি-
তোমার স্মৃতির কোন এক ভাঁজে
হয় তো মিশে আছি আমি।
ভাগ্যের তিক্ততার মাঝে সবুজ প্রান্তর
লালচে-ফিকে হয়ে যায়
তবু দিন গুনি, কুয়াশার জাল বুনি,
জোনাকীর মুর্ছনায় সে কথা
ভুলতে চাই তবু মনে পড়ে যায়।




Kobe Tumi Firba (কবে তুমি ফিরবে)


বড় আশায় যে ঘর বেধেছি তার কোন মূল্য দিতে পারনি
আমি অতলে তলিয়ে যাব- আমি যা কখনো ভাবিনি।
চির চেনা তুমি অচেনার চাদরে নিজেকে লুকালে।
আমি কি দোষ করেছি বলতে পার?
জুঁই- সেজুতী- মালতী আর কথা কয় না নিরালা
সেই পারুল বনে। সেথায় শুধু কান্নার রোল আর হাহাকার।

তুমি ছাড়া এ-ঘর অসার-মলিন 
ঝোড়বাতাসে উড়ে বেড়ানো খড়-কুটার মত।
আমি বাচতে চাই তোমার দুটি হাত ধরে, 
আসবে কি সেই শিমুল তলে।
জানি তোমার প্রতিক্ষা করাটা আর সাজেনা, 
তবুও করে যেতে চাই হাজার বছর।
আমার এ ভালবাসা খাঁটি-পবিত্র গঙ্গাস্রতের মত,
অচেনা পথটির দিকে তাকিয়ে দিনগুনে যাই,
কবে তুমি ফিরবে আমার এ কাননে।