Thursday, June 26, 2014

Valobasar Rin-ভালবাসার ঋণ


মিথ্যা বলো না
আমি সইতে পারি না।
যে মিথ্যার আশ্রয়ে তুমি যেতে চেয়েছো,
তার সমাপ্তি আজ করে ফেলো।

তোমার ফুলেল চেহারা
আমার আর সহ্য হয় না।
রঙে রঙে কারুকাজ
আমায় কাছে আর ডাকে না।
বড়ই ভিন্নতা এসেছে তোমার মাঝে
যার কোনোটার মূল্য আর নেই সমাজে।

আমি সত্যের আশায় বসেছি ধ্যানে
আমি ভুলতে চেয়েছি অজ্ঞানে
তোমার মিষ্টি হাসি।
তুমি পরবাসি
তুমি সর্বনাশী ফণিরূপী আশিবিষ;
আমার অন্তরের কলংকিত অধ্যায়।

কিভাবে পারো তুমি
ভূমিতে মেশাতে আমার এই প্রেম?
তার মূল্য তোমায় দিতে হবে একদিন,
তবেই-না পূর্ণ হবে ভালবাসার ঋণ।


 



Tumi Ami Faguna-তুমি আমি ফাগুনে



ভালবাসার মায়াজালে বেঁধেছো আমায়
তাই ছেড়ে যাবো না কাঁদিয়ে তোমায়।
সুখ আছে যতোটুকু আজ দেবো উপহার
সজনীগো তোমায় ছাড়া-দিন কাটে না আমার।

ভোরের আলোতে মন রাঙিয়েছে যে ধরনী
তার সাথে তোমার রূপের কোনো তুলনা করিনি-
শতদলের ভেলাতে ভেসে প্রেম যমুনায়
আরেকটি সুখের তরী আমি বেয়ে চলেছি
অদূরে দাঁড়িয়ে থেকে তুমি কি-তা বুঝতে পারনি?

এসো, অচিন গাঁয়ের পথটি ধরে হাঁটি দুজনে
তোমার আমার চেনা সুরের মিষ্টি ভুবনে-
দিনের রবি উদয়ের শুভ ক্ষণে
আবার মিলতে চাই তুমি আমি ফাগুনে।





Wednesday, June 25, 2014

Cholo Ghumai-চলো ঘুমাই


ঘুম আসতে পারে এই ভেবে ঘুম আসে না
কথা বলতে হবে এই ভেবে বলতে পারি না
তবে কি আমার দোষ?
ভেবেছিলাম করবো আপোস!
তবুও হল না
তবে জেগে থাকতে পারি
সুখ পাখি গায় যদি সারি,
তোমার কাননে যার বসবাস
সেখানেই করবো অবকাশ
আরো একপ্রহর না-হয় কেটে গেল
যে পাখিটা আমায় বলল,
চলো ঘুমাই, চলো!!!!!



Sunday, June 22, 2014

Thakbo Ami-থাকবো আমি


প্রেমের পরশে বিহ্বল হলাম
যে-পরশ তোমাকেও দিলাম
আজকের বিকেলে,
রঙিন হরশে কোলাহল নিভিয়ে
আলিঙ্গনে নিলাম তোমায় জড়িয়ে-
উড়ন্ত শঙ্খচিলে।

তোমার আচলের অনাবিল প্রশস্তে
নিরাকার প্রেমের চঞ্চল বসন্তে
বসেছিলাম দুজন,
অচেনা সাদা মেঘের সসীম ভেলাতে
ভাসিয়ে দিলাম প্রেমের সাম্পান
হয়ে তোমার আপন।

অজান্তে তোমার প্রেমের সমাপ্তি
কখনোই তুমি করবে না জানি
চিরচেনা সেই তুমি,
সীমান্তে নয়, দিক্ ভ্রান্তে- রবো দাঁড়িয়ে
যখনই তোমার অন্তিম চাওয়া থাকবে
আমার নিকট--- থাকবো আমি;
হতে দেবনা তোমায় জলহীন মরুভূমি।





Nisita Ghumabo-নিশিতে ঘুমাবো


আমি তখনি তোমার দৃষ্টিতে ধরা দেব
যখন তুমি চাইবে আপন করে পেতে।
আমার স্বপ্ন তুমি ভেবে নিবে,
যখন তোমার চোখে আমি তাকিয়ে থাকবো।

একটু শুনে ফাগুনের মৌ-বনে
আমি থাকবো দাঁড়িয়ে,
যেথায় তোমার আচলে আমায়
একটু নেবে জড়িয়ে।
অনন্ত ভালবাসার আলিঙ্গনে আমি তোমাকেও বাধবো।

আমি তখনি তোমার বাহুডোরে ধরা দেব
যখন আমায় পাওয়ার জন্য ব্যকুল হবে।
তোমার স্বপ্ন হয়ে বেঁচে থাকবো
সুখ-সাধনার অমলিন চেতনায়।
তোমার শূন্য হাতটি আমি দুহাতে ধরবো।

আরো দিন চলে যাবে যতটুকু পার করেছো-
আমি তোমার প্রতিক্ষায় অনেক বছর দাঁড়িয়ে;
তোমার প্রেমের প্রার্থনায় কুল হারিয়ে
সহস্র শতাব্দী কাটাবো- অজানা ফুলকুড়ানীর দৃষ্টিতে
প্রেমের বরিধারা দেখে অজান্তে নিশিতে ঘুমাবো।




Friday, June 20, 2014

Abar Futba Ful-আবার ফুটবে ফুল

অনেক রজনীগন্ধা রাতে গন্ধ বিলায়
যখন লোকালয়ে কেউ থাকে না,
আমি সেই সুবাসের পুজারী
তোমারি প্রতিক্ষায়ে রাতের আধার গুনি-
তবু তোমার সুবাস এসে পৌছায় না

আমি তোমার বাহুতে মরতে চাই
আমি তোমার শিহরে জাগতে চাই,
তবে নিশির শিশিরে নয়
দিবাকরে নীলিমায়

কোন এক প্রেয়োসীর প্রনয়ে ক্লান্ত-দিগভ্রান্ত নয়
অগ্নি ফোয়ারার স্ফুলিঙ্গ মাত্র
দমকা বাতাসে নেভেনাই

অনেক শিউলি ফুটে থাকবে
তোমার আঙিনায়,
কোন রূপসী বধূ হয়তো তুলে নেবে শাড়ীর আচলে
তবও তোমার হৃদয় লুকিয়ে যাবে না আমার চোখের জলে

একটু ভাবনার আড়ালে
কেন আমায় জড়ালে ভুলে যাবার তরে,
তুমিতো বেঁচে আছো
শিউলি,বকুল,রজনীগন্ধার ঘরে

আবার ফুটবে ফুল
হবে না তার ভুল নিশি জাগরনে,
তব হতে পারে একদিন
মরনে, রেখো সে কথা স্মরণে

Wednesday, June 11, 2014

Premer Kotha- প্রেমের কথা


ভালবাসা কোন খেলনা বস্তু নয়
এ এক অন্যরকম মিষ্টি সময়
খাঁটি ভালবাসার হয়না পরাজয়
তবে ক্ষণিক ভরে যায় বেদনায়

ভালবাসা মোছেনা একটি পলকে
ভাবনার অন্তরালে রয়ে যায় এ-বুকে
সৃষ্টির মাঝে লুকানো সেই ভালবাসা
শুধু তোমার নয়,সবারই আশা