Friday, June 20, 2014

Abar Futba Ful-আবার ফুটবে ফুল

অনেক রজনীগন্ধা রাতে গন্ধ বিলায়
যখন লোকালয়ে কেউ থাকে না,
আমি সেই সুবাসের পুজারী
তোমারি প্রতিক্ষায়ে রাতের আধার গুনি-
তবু তোমার সুবাস এসে পৌছায় না

আমি তোমার বাহুতে মরতে চাই
আমি তোমার শিহরে জাগতে চাই,
তবে নিশির শিশিরে নয়
দিবাকরে নীলিমায়

কোন এক প্রেয়োসীর প্রনয়ে ক্লান্ত-দিগভ্রান্ত নয়
অগ্নি ফোয়ারার স্ফুলিঙ্গ মাত্র
দমকা বাতাসে নেভেনাই

অনেক শিউলি ফুটে থাকবে
তোমার আঙিনায়,
কোন রূপসী বধূ হয়তো তুলে নেবে শাড়ীর আচলে
তবও তোমার হৃদয় লুকিয়ে যাবে না আমার চোখের জলে

একটু ভাবনার আড়ালে
কেন আমায় জড়ালে ভুলে যাবার তরে,
তুমিতো বেঁচে আছো
শিউলি,বকুল,রজনীগন্ধার ঘরে

আবার ফুটবে ফুল
হবে না তার ভুল নিশি জাগরনে,
তব হতে পারে একদিন
মরনে, রেখো সে কথা স্মরণে

No comments:

Post a Comment