আমি তখনি তোমার দৃষ্টিতে ধরা দেব
যখন তুমি চাইবে আপন করে পেতে।
আমার স্বপ্ন তুমি ভেবে নিবে,
যখন তোমার চোখে আমি তাকিয়ে থাকবো।
একটু শুনে ফাগুনের মৌ-বনে
আমি থাকবো দাঁড়িয়ে,
যেথায় তোমার আচলে আমায়
একটু নেবে জড়িয়ে।
অনন্ত ভালবাসার আলিঙ্গনে আমি তোমাকেও বাধবো।
আমি তখনি তোমার বাহুডোরে ধরা দেব
যখন আমায় পাওয়ার জন্য ব্যকুল হবে।
তোমার স্বপ্ন হয়ে বেঁচে থাকবো
সুখ-সাধনার অমলিন চেতনায়।
তোমার শূন্য হাতটি আমি দু’হাতে ধরবো।
আরো দিন চলে যাবে যতটুকু পার করেছো-
আমি তোমার প্রতিক্ষায় অনেক বছর দাঁড়িয়ে;
তোমার প্রেমের প্রার্থনায় কুল হারিয়ে
সহস্র শতাব্দী কাটাবো- অজানা ফুলকুড়ানীর দৃষ্টিতে
প্রেমের বরিধারা দেখে অজান্তে নিশিতে ঘুমাবো।
No comments:
Post a Comment