মিথ্যা বলো না
আমি সইতে পারি না।
যে মিথ্যার আশ্রয়ে তুমি যেতে চেয়েছো,
তার সমাপ্তি আজ করে ফেলো।
তোমার ফুলেল চেহারা
আমার আর সহ্য হয় না।
রঙে রঙে কারুকাজ
আমায় কাছে আর ডাকে না।
বড়ই ভিন্নতা এসেছে তোমার মাঝে
যার কোনোটার মূল্য আর নেই সমাজে।
আমি সত্যের আশায় বসেছি ধ্যানে
আমি ভুলতে চেয়েছি অজ্ঞানে
তোমার মিষ্টি হাসি।
তুমি পরবাসি
তুমি সর্বনাশী ফণিরূপী আশিবিষ;
আমার অন্তরের কলংকিত অধ্যায়।
কিভাবে পারো তুমি
ভূমিতে মেশাতে আমার এই প্রেম?
তার মূল্য তোমায় দিতে হবে একদিন,
তবেই-না পূর্ণ হবে ভালবাসার ঋণ।
No comments:
Post a Comment