প্রেমের পরশে বিহ্বল হলাম
যে-পরশ তোমাকেও দিলাম
আজকের বিকেলে,
রঙিন হরশে কোলাহল নিভিয়ে
আলিঙ্গনে নিলাম তোমায় জড়িয়ে-
উড়ন্ত শঙ্খচিলে।
তোমার আচলের অনাবিল প্রশস্তে
নিরাকার প্রেমের চঞ্চল বসন্তে
বসেছিলাম দু’জন,
অচেনা সাদা মেঘের সসীম ভেলাতে
ভাসিয়ে দিলাম প্রেমের সাম্পান
হয়ে তোমার আপন।
অজান্তে তোমার প্রেমের সমাপ্তি
কখনোই তুমি করবে না জানি
চিরচেনা সেই তুমি,
সীমান্তে নয়, দিক্ ভ্রান্তে- রবো
দাঁড়িয়ে
যখনই তোমার অন্তিম চাওয়া থাকবে
আমার নিকট--- থাকবো আমি;
হতে দেবনা তোমায় জলহীন মরুভূমি।
No comments:
Post a Comment