Friday, February 28, 2014

Premer Lilachola (প্রেমের লীলাচলে)


অচেনা সেই তুমি এসেছো মনের ঘরে
পেয়েছি তোমায় আমার আপন করে।
ভালবাসার কড়িতে কেনা লাল গোলাপ
এনেছি তোমার জন্য দিতে সৌরভ।


এমন ভালবাসা মিলবে না কখনো
যা বুকের মাঝে লুকিয়ে রেখেছি এখনো।
প্রেমের পুজারী হয়েছি তোমরই কারণে
তুমি থাকবে তুমি ভালবাসবেও মরণে।

আকাশ-বাতাস সাক্ষী হয়েছে সবে
প্রেমের পথে আর বাধা না রবে,
অমর হয়ে রইবো যুগ যুগ ধরে
ভালবেসে জয়গানে মুখর হয়ে।
মিথ্যে হবে না ভালবাসা শত ঝড় এলে
এমন প্রেমের পথিক হয়ে থাকবো লীলাচলে।


Thursday, February 27, 2014

Kew Dilo Na Santona (কেউ দিল না শান্ত্বনা)


আমি যন্ত্রনা কাতর এক পাখি,
এলোমেলো ছোটাছুটি করে খুঁজে দেখি
কতটুকু দূরত্বে তোমার কুঠির।

আমি কুমারের চাকতি ঘোরানো মাটি
পুড়ে পুড়ে হয়েছি লাল,
আমি বেদনায় জরা-জীর্ণ,
       দুনিয়ার জঞ্জাল।
আমি তুষার খন্ড-
বাতাসের স্পর্শে অশ্রু ঝরে
বেদনায় না-বলা কথার হাত ধরে
পৌঁছে গেছি অন্ধকার রূপের ডালি নিয়ে-
যার জন্ম থেকে পোড়া কপাল।

বন্দী খাঁচায় ঠুকরে চলা ময়না,
আমি কখনোই ছাড়া পাব না,
উড়ব না ডানা মেলে
তোমার ভালবাসার সীমাহীন নীলাচলে
কেউ দিল না শান্ত্বনা।



Wednesday, February 26, 2014

Chaowa (চাওয়া)


আমি তোমার জন্য বসে আছি
           কৃষ্ণচুড়ার ছায়
অনন্তকাল প্রেমের আশায়,
সবিরাম সুখ পাখির আহ্বানে
      বিজলীর চমক গুনিয়া
একদিন ধরা দেবে সেই বাসনায়।

আমি প্রকৃতির শান্ত হাওয়ার
       স্পর্শ- বাদল দিনে
হেঁটে বেড়াতে চাই হাত ধরিয়া,
দূতিময় ঝলকের সীমান্ত ছাড়িয়া
    রৌদ্রময় বসন্তের সঙ্গিতে
ভালবাসার সৈকতে তোমার ভরসায়।


Monday, February 24, 2014

Boi Pora (বই পড়া)


আমরা কেন পড়ি?
না কেন ঘুরি?
পেতে চাই সোনার তরী
ঘুমায়ে ঘুমায়ে না কিছু করি।

সহসা আসে বাধা
         ক্লান্ত হয়ে যাই,
পড়া নামক বস্তুটাকে
       গিলতে না চাই।
এতো পড়ে হবে কি
কুলের মাথা রবে কি?

হায়রে.. সোনার ছেলে
    কেমন জীবন পেলে,
কিছুই না জেনে
      জীবন গেল চলে।



Friday, February 21, 2014

Bow Amay Por Mone Kore (বৌ আমায় পর মনে করে)

সাধ করে বৌ আনলাম ঘরে
সেই বৌ আমায় পর মনে করে।
আদর চায় না ভালবাসা চায় না
যায় শুধু সরে সরে,
বৌ আমায় পর মনে করে।

সবুর করো!- বায়না ধরে
ছেলে-মেয়ে চায় বড়।
গা না-ধরলে ঠোঁট না-ছুলে      (গা= শরীর, ছুলে= স্পর্শ)
রতন-মনি আসবে কেমন করে,
বৌ আমায় পর মনে করে।

কিছু বুঝি না  দাওনা দু'খানা
কোল খালি রাখতে পারি না।
এ-কেমন চাওয়া হয়না পাওয়া
কেন যে ভয়ে ভয়ে মরে,
বৌ আমায় পর মনে করে।!



Saturday, February 15, 2014

Pronoy Prathi (প্রনয় প্রার্থী)


আমি এখনো দাঁড়িয়ে আছি কদম তলায়
বর্ষায় স্নাত ফুল হাতে,
তুমি ফিরিয়ে দিও না আমাকে
তোমার প্রনয় প্রার্থীহীন ভেবে।

সুদূর নীলিমায় তোমার যে ছবি ভেসে বেড়ায়
তার প্রতিটি রঙে মিশে আছে
এই অবুঝ মনের ভালবাসা।
তুমি কি শুনতে পাও
আমার হৃদয়ের জমানো সহস্র বার্তা?

আমি তোমার প্রতীক্ষায় প্রহর গুনি সারাদিন-
একবার আসবে কি
আমার সম্মুখে তোমার স্নিগ্ধ রূপের ডালি নিয়ে?
আমি তোমার প্রনয় প্রার্থী-
এক প্রেমময়ী প্রেমের স্বত্ত।



Thursday, February 13, 2014

Bosonter A Somoya (বসন্তের এ-সময়ে)


আমি আজ বিমোহিত হয়েছি
তোমার পানে চেয়ে;
কোন বসন্তে সেজেছো তুমি, পারুল
বকুলের পরশ নিয়ে-
আমি মুগ্ধ বসন্তের এ-সময়ে।

ভালবাসার উষ্ণ আদর
তুমি ছড়ালে দিবসের কাছাকাছি,
যার সীমাহীন মমতা দিয়েছিলে উপহার।
আমি তো তারই বদ্ধ কাঙাল।

আমি সম্মোহিত হতে চাই
তোমার রূপে পলাশ।
ছুঁতে চাই নীলাকাশ
বাতাসির সুবাস হাওয়ায়
মুছিয়ে প্রকৃতির জঞ্জাল।

আমি অলখে হারিয়ে যাব
বসন্তের দিনে তোমায় নিয়ে-
কোন প্রশ্ন নয়- যব দিগবিজয়
অক্ষয়-চির অমর;
ভালবাসার মালা পরায়ে
আমি মুগ্ধ বসন্তের এ-সময়ে।




Wednesday, February 12, 2014

Premer Nesa (প্রেমের নেশা)


ভালবাসা দারুন নেশা
     ছোট আশা বাঁধে বাসা
যার কিছুটা ভাসাভাসা-
রঙিন জীবনের মুক্ত চাওয়া
    প্রেম নগরের সুবাস হাওয়া
এইতো মন কাছে আসা-

দুলিয়ে চলে এলো চুলে
     রূপনগরের ঘোমটা খুলে
মধুর বিকেল বেলা,
প্রেম- সে-তো মন
       ডাকে যখন-তখন
না পেলে বাড়ে জ্বালা;
এলোমেলো স্বপ্নগুলো
      সুতোয় বাঁধে নিশিদিনে
এমনি বলছি আমি,
          এইতো প্রেমের খেলা।




Tuesday, February 11, 2014

Premer Tore (প্রেমের তোড়ে)


আকাশের নীল মেঘ ছুঁয়ে
       স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে
ওগো প্রেয়সী চাও ফিরে
আলোক ধারা বইছে মনে
      প্রেমের তরী ক্ষণে ক্ষণে
উজ্জ্বল নক্ষত্র ঘিরে
তোমার রূপ পড়ছে ঝরে ঝরে।

এ জীবন তুচ্ছ লাগে
      তুমিহীনা অগ্রভাগে-
বারে বারে মন পোড়ে,
তাইতো ভালবাসি তোমায়
     চাঁদ-রজনী সাক্ষী সবাই
প্রেমের ডালি উছলিয়া
      যাচ্ছে প্রেমের তোড়ে।




Peachi Tomay (পেয়েছি তোমায়)


অন্যরকম ভালবাসা
        অন্যরকম চাওয়া
                 পুরন করেছো তুমি,
তাতেই খুশি    মুখে হাসি-

জাগিয়েছি আজকে আমি।

ভালবাসার সঙ্গিতে   দাঁড়ালে ভঙ্গিতে
তাই পেয়েছি এ-জন্মতে-
আবার পাব     দুজনাতে সাথী হব;

মিশে যেতে চাই একসাথে।

এসো আরো একবার বুকে
দেব অসীম ভালবাসা
              ভরাবো মন সুখে,
চাঁদ মামার জ্যোতিতে
ফুলের মালা হাতে
রক্তরাঙা সীঁদুর দেব এঁকে।



Sunday, February 9, 2014

Ridoyer Pratthona (হৃদয়ের প্রার্থনা)


আমার সাধনা শুধু তোমাকে ঘিরে
দূরে যেওনা কখনো
           দু'হাতে রেখো ধরে।
শত বছর কেটে যাবে এই প্রনয়
বাধা বিপত্তি ভেঙে যাবে
             নিশ্চই একসময়।

স্বপ্নের মহলে থাকবো দু'জন
       গড়বো ভবিষ্যত
যতই আসুক আঘাত
            জীবনের সংঘাত 
ততই হবে মজবুত
             এ প্রনয়ের স্বপন-

এ সধনা করে যাবো তোমারি হাত ধরে,
আমি, তুমি ছাড়া বাঁচবো কেমন করে-

শুধু ভালবাসায় ভরিয়ে দিও কনায় কানায়
এই প্রার্থনা করে এ হৃদয়।



Saturday, February 8, 2014

Valobasa Valobasa (ভালবাসা ভালবাসা)

আজকের নির্জন রজনী
শুধু তোমার জন্য রেখেছি উপহার
        দীর্ঘ আঠারো বছর স্বযত্নে,
রেখেছি স্রষ্টার দেওয়া অস্তিত্ত্বকে।

বলতে দ্বিধা নেই আমার,
        তুমি আমি হব একাকার,
বাঁধা নেই সমাজের
          কথা নেই আজ সম্ভ্রমের।
শুধু দু'টি দেহ এক আত্মায়
                 মিশে যাবে।
আর কোনো রজনীতে
         এ-সুখ মিলবে না
যা তুমি দিতে চলেছো আজ।

নিদ্রাকে বলি দিয়েছি
     মধুর রঙের হলি খেলায়।
ঈর্ষা যাদের ঘিরেছে,
           আজ ভুলবে,
লজ্জায় মুখ লুকাবে-
      আঘাত করবো তাদের বিবেকে;
সে অধিকার তুমি দিয়েছো।

হাতের আল্পনা
       আজ আর নয় কল্পনার,
এই ক্ষুদ্র স্বত্ত্বায়
তোমাকে যে আমি করেছি জয়।
চলো নিরাবতা ভাঙাই
       হৃদয়ের জমানো বর্তায়,
মিশে যাক দু'জনের স্বপ্ন
         একটি নতুন স্বত্ত্বায়।



Thursday, February 6, 2014

Tomar Chobi (তোমার ছবি)

একটা হাওয়া এসে এলোমেলো করেনা
আমার পরনে শাড়ির আচল,
সেগুলো নিস্তেজ হয়ে পড়ে আছে আমার কাঁধে-
বৈশাখি বাদলের ঝাপটায় খুলে যায় না খোঁপার চুল।
আমি হারিয়ে ফেলেছি স্মৃতির পাতা,
ছিড়ে ফেলেছে আমার সাধের পা-দোলানো দোলনা-
কি হবে সেগুলো রেখে আর!

আর কাজে লাগবে না তোমার দেয়া
হলুদ খামের চিঠি। পোড়ানো লাগেনি
এমনিতেই পুড়ে গেছে
সমাজের পেতে রাখা চুলায়।
একটাই শুধু অবশিষ্ট আছে
যেটা লুকিয়ে রেখেছি বালিশের নিচে-
তোমার ছবি।



Wednesday, February 5, 2014

Bidaay (বিদায়)

এতো ভালবাসার পরও তোমার পর হলাম আমি,
কেন এই দূরত্ব-ব্যবধান?
অশ্রু মুছতে মুছতে কাজল
দু'চোখের পাতায় খুঁজে পাওয়া যায় না।
রেশমী সুতার গাঁথনী জড়ানো এই আমি
আজ ভুলে গেছি সাজতে;
নতুন, আমায় যতই ডাকে
ততই আমি ফিরে যাই আতীতের কাছে।
কিন্তু আতীত!
সে-তো মধুর ছিল, ভাল লাগার ছিল-
ভাবনা গ্রাস করে এক মুঠো সুখ।
সূর্য্য ধরা দেয় না বাহুতে:
ওইখানে দেখা কারা,
স্মৃতির উল্টানো পৃষ্টা, অশ্রু জমানো স্বপ্ন
আমাকে অমাবশ্যায় পাড়ি দিতে
হাতছানি দেয়।
কোকিল কর্কশ সুরে গান শোনায়
সেই সাথে চাতকের আর্তনাদ
কানে এসে পৌঁছায়।
শুধু একটা শব্দ ভেসে আসে দূর থেকে-
বুকের পর্দা ভেদ করে পাঁজরের অন্তরালে
কে যেন বলছে, 'বিদায়.....'।



Monday, February 3, 2014

Haria Jabo ( হারিয়ে যাব )

গেঁথে রাখা মালা আজ তোমায় পরাবো
আর দু'জনাতে পাখি হয়ে আকাশেতে উড়বো।
বাঁধন আজ টুটে যাবে দু'জনাতে কাছে আসায়
পৃথিবী জেনে যাবে পড়েছি ভালবাসায়।

পশ্চিমে সূর্য আজ মিলিয়ে হারাবো
যতো প্রেম আছে মনে আজকে ছড়াবো।
ভাবিনা আজ ঘরে ফেরার কথা
দু'চোখ যেদিকে যায় যাব দু'জন সেথা।

কোকিলের কুহু সুরে ফাগুনের মৌ-বনে
নিরালা যাব সব ভুলে অন্য ক্ষণে।
কেউ পাবে না খুঁজে- কপোত-কপোতির জুটি
ভালবাসায় পূর্ণ আজ উর্ত্তীন্য সবকটি।



Sunday, February 2, 2014

Ami Aschi (আমি আসছি)

শুকনো ফুলের মালা
আজো যতন করে রেখেছি!
তোমার এক টুকরো ভালবাসায় জড়ানো
ছেড়া কাগজ এখনো বালিশের নিচে চাপা থাকে!
কেন নিস্তব্ধতা, মলিনতা-
দু'চোখের পাতা জুড়ে নিদ্রালুতা-
বিদেশি মদ কোল বালিশে হেলানো।

আর একবার দেখা হওয়ার কথা ছিল, তাই নয় কি?
একাকি ভালবাসার গল্প
পড়ে থাকে টেবিলে,
উঁই পোকা ধরে মগজের কোঠরে।
শুধু গোলাপ ফুটে আছে কাননে,
হাতে তুলে দেওয়ার মানুষ কোথায়!

তোমার ফিরে আসা তো সম্ভব নয়,
টিকিটের মেয়াদ শেষ হয়েছে;
তবুও ভাবার প্রয়োজন ছিল
এক মুঠো বালুকার শ্লেটে লিখতে পারতে
"আবার দেখা হবে"।

বুঝেছি, আমাকেই যেতে হবে
তোমার গোপন আস্তানায়;
লুকিয়ে রাখা সম্ভব নয়-
চোখ তো মানে না
তুমি যে আঁড়ালে আছো।
ভেবো না আসছি আমি
চির চেনা অন্ধকার কুঠিরে,
সব আয়োজন প্রস্তুত,
লুকিয়ে রেখেছি হাতের মুঠোয়।